প্রযুক্তিবাংলা

বর্তমানে বিশ্বে স্যামসাংকে পিছনে ফেলে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

স্যামসাংক থেকে অ্যাপল আরও উপরে

স্মার্টফোন বিক্রিতে গত বছরের চতুর্থ প্রান্তিকে শীর্ষস্থান ছিল অ্যাপলের। ২০২১ সালে প্রথম তিন প্রান্তিকে শীর্ষস্থান ধরে রাখলেও শেষ প্রান্তিকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপলের বাজার শেয়ার দাঁড়িয়েছে ২২ শতাংশ। বিপরীতে স্যামসাংয়ের বাজার শেয়ার ২০ শতাংশে দাঁড়িয়েছে।

ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে বাজারে আইফোন ১৩ উন্মোচনের ফলে স্যামসাংকে বড় ধাক্কা দিতে সক্ষম হয় অ্যাপল। বৈশ্বিক মহামারীর ফলে সরবরাহ চেইনে সংকটের কারণে অ্যাপল তার উৎপাদন লক্ষ্যমাত্রা কমালেও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর চেয়ে বাজারে শক্তিশালী অবস্থান ছিল ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটির। ভারতে তারা একটি আইফোন তৈরির কারখানা স্থাপন করেও চাহিদা পূরণের চেষ্টা চালিয়েছে অ্যাপল। মূল ভূখণ্ড চীনে আইফোনের বিক্রি বৃদ্ধি অ্যাপলের বৈশ্বিক বাজার শেয়ার বেড়েছে।

২০২১ সালের চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের বাজার শেয়ার ২০ শতাংশে দাঁড়িয়েছে। শীর্ষস্থান হারালেও তৃতীয় প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের বাজার শেয়ার কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের বাজার শেয়ার ছিল ১৭ শতাংশ।

প্রথম প্রান্তিকে অ্যাপল যেহেতু নতুন কোনো স্মার্টফোন আনছে না, সে কারণে শীর্ষস্থান ধরে রাখা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। তবে আইফোন এসই ফোন উন্মোচনের ফলে এপ্রিল-জুন প্রান্তিকে ফের শক্তিশালী অবস্থান করতে পারে অ্যাপল। মাঝারি দামের ফোন হওয়ায় এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

স্মার্টফোন কোম্পানিগুলোর মাথাব্যথা হিসেবে থাকছে চিপ সংকট। চলতি বছরের শেষ নাগাদ এ স্বল্পতা বহাল থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। কোয়ালকম, স্যামসাং ও মিডিয়াটেকের মতো সেমিকন্ডাক্টর নির্মাতা জায়ান্ট নতুন চিপ নিয়ে আসছে। সামনের প্রান্তিকগুলোয় নতুন ফ্ল্যাগশিপ চিপ নিয়ে শক্তিশালী স্মার্টফোন আনতে যাচ্ছে নির্মাতা কোম্পানিগুলো। / টেক রাডার।

Belal Hossain

Belal Hossain is a Journalist. He is Improving technology by continue to work as a journalists. He also an Editor of Ahosania Tech.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button